গত ১৩ জুলাই-২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওয়ার্ড ও ইউনিয়নে ছোট হাট বাজার গুলোতে নির্বাচনমুখী প্রচার প্রচারনায় ও লিফলেট বিতরণ কালে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম।
শনিবার(২৬ জুলাই) বিকেল ৫ টায় মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন দোদুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম আরো বলেন,গত ১৭ বছর দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।ফ্যাসিষ্ট হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য একতরফা ভাবে প্রহসনের নির্বাচন দিয়ে বার বার ক্ষমতায় এসেছে।বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ দল সহ সাধারণ জনগনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা হক সাথী সহ নিতাই ইউনিয়ন ৯ ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।