নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টায় সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিস নুর-ই আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমানিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিক অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই পুরস্কারকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।