কিশোরগঞ্জের কিশোর-কিশোরীদের হাত ধরে বাল্যবিবাহ,মাদকমুক্ত উপজেলা হবে। তাদের হাত ধরেই সকল অভিশাপ্ত ব্যাধিমুক্ত হবে এ উপজেলা। সামাজিক, মানবিকতাসহ সকল ক্ষেত্রে কিশোরগঞ্জ হবে রোল মডেল। তিনি বৃহস্পতিবার দুপুরে শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক মুক্ত কিশোরগঞ্জ গঠনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তার সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের জেলা ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, প্রেস ক্লাব সভাপতি ও আমার দেশ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ প্রমুখ। সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক, যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই বাল্যবিবাহকে না বলে শপথ নেন। বক্তব্যের সময় “বাল্যবিবাহকে না বলুন” লেখা লাল কার্ড দেখান ও শপথ নেয় কিশোরগঞ্জ উপজেলাবাসী। এটির আয়োজন করে উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ।
আগামী কয়েক মাসের মধ্যে এ উপজেলাকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে সভায় বক্তারা জানান।
পরে বাল্যবিবাহমুক্ত করণে ৩৫০০ শিশুকে বাল্যবিবাহ মুক্তে সচেতনতামূলক স্লোগান সম্মিলিত ১টি করে ছাতা ও ২টি করে খাতা দেয়া হয়। এছাড়া ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে হারমনিয়াম, ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, কেরামসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় একটি যুব সংগঠনকে পুরুস্কৃত করা হয়।