পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, শেরপুর উপজেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশের প্রতিটি শিশু সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু কেবলমাত্র প্রতিষ্ঠানের ধরন ও অনুমোদনের জটিলতা দেখিয়ে শিশুদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা অত্যন্ত অমানবিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত।”
শেরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, “কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর ধরে শেরপুর উপজেলাসহ আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অথচ এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে অন্যায় আচরণ করা হয়েছে। এটি শিক্ষার সমান অধিকার ও ন্যায়ের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “সরকার যদি দ্রুত এই অন্যায় সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
মানববন্ধনে শেরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।