• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মধুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ ৩১ দফা বাস্তবায়ন হলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেঃ বিলকিস ইসলাম মলধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা  বিএনপি নেতা বিয়েছ হৃদরোগে আক্রান্তে রংপুর মেডিকেলে বিএনপির ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে সাধারণ সভা বগুড়ার শেরপুরে ভূমিহীন পরিবারকে ঘরে তালাবদ্ধ করে উচ্ছেদের চেষ্টা, প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ দুপচাঁচিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান সড়কের বেহাল দশা,ভোগান্তি পথচারীদের  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা, কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহার আলী ফকির (৬০) এবং ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাইদ (৪৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে শাহার আলী ফকিরকে কাঁদাই বাজার এবং আবু সাইদকে এলাঙ্গী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহার আলী কাঁদাই গ্রামের মৃত আহম্মদ আলী ফকিরের ছেলে এবং আবু সাইদ বিলচাপড়ি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে কার্যালয়ে হামলা চালায়। তারা বিএনপি নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর এবং ব্যানার পুড়িয়ে দেয়। হামলার পর অভিযুক্তরা উল্লাসও করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার দীর্ঘ সময় পর, ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট উপজেলা যুবদলের নেতা ইমদাদুল হক রনি — যিনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মণ্ডলের ছেলে — থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের নাম মামলার মূল এজাহারে না থাকলেও তদন্তে হামলার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এজন্য আদালতের অনুমতি নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা