প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২৫ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে (২৩ জুলাই ) সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।
এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক মামুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি প্রীতম সাহা তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময়কে কাজে লাগাতে হবে। সময় থাকতে পড়ালেখায় মনোযোগী হতে হবে। সরকার লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ ও উপদেশমূলক কথা বলেন। বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূরীকরণসহ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,সহকারি শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।