রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের একটি ভবনের কাছে বিধ্বস্ত হয়। দুপুর আড়াইটার পর থেকে দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের অবস্থা গুরুতর। রক্তের প্রয়োজন জরুরি ভিত্তিতে। এখনও নতুন রোগী আসছে।”
বার্ন ইউনিটে ভর্তি হওয়া ২৮ জনের নাম পাওয়া গেছে, যাদের মধ্যে আছেন:
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১),
মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১),
পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (বয়স জানা যায়নি), অয়ন (১৪), ফয়াজ (১৪),
মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন একাই বিমানে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচে নেওয়া হলে বিকেল পৌনে ৪টায় তার মৃত্যু হয়।
বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর থেকে স্কুল এলাকা ও আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে উদ্বিগ্ন অভিভাবক, স্বজন ও সাধারণ মানুষের কান্না ও আতঙ্কে।