উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ এক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন। দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় প্রতিষ্ঠানটির দোতলা ভবনে।
এই ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ২৫ জনকে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে কাজ করছে।
স্কুলের একজন আয়া জানান, বিমানটি সরাসরি দোতলা ভবনে আঘাত হানে, যেখানে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। দুর্ঘটনায় পুরো ভবন পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে সন্তানদের খুঁজে দিশেহারা অভিভাবকদের হৃদয়বিদারক দৃশ্য যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। পলি বেগম নামের এক মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার দুই সন্তান সাদ ও লামিয়া এখানে পড়ে। এখনো তাদের খোঁজ পাইনি। ফোনেও কোনো যোগাযোগ হচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না।”
শুধু পলি বেগমই নন, সন্তানদের খোঁজে ছুটে এসেছেন অনেক অভিভাবক ও স্বজনরা। তাঁদের আহাজারিতে দিয়াবাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেউ জ্ঞান হারাচ্ছেন, কেউ নিথর বসে কাঁদছেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।