নীলফামারীর ডোমারে সেনাবাহিনীর অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে এক সন্ত্রাসী ও সুদি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই)রাতে ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহজাহান আলী ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করে।
পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, শাহজাহান আলী (৩৫) দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক নিয়ে অধিক সুদে টাকা দেয়। পরে লোকজন তাকে টাকা দিতে না পারলে তিনি বিভিন্ন ভাবে নির্যাতন করেন। সে এভাবে সুদে টাকা দিয়ে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেছেন।
পরে সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুল ইসলাম বলেন, শাহজাহান নামে এক ব্যাক্তি সুদে মানুষকে টাকা দিয়ে ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক নেয় এতে করে অনেক মানুষ নিংস্ব হয়েছে। তার ঋণের চাপে কয়েকমাস আগে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তাকে গতকাল সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।