“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই মানবিক বার্তা সামনে রেখে শুক্রবার সকাল ৯টায় শেরপুর উপজেলার ধুনট মোড় ও খাদ্য গুদাম এলাকায় ‘বিডি ক্লিন শেরপুর উপজেলা টিম’-এর উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে দুপুর ১২টা পর্যন্ত।
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেন স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণ সমাজের স্বেচ্ছাসেবীরা।
অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব এবং শেরপুর উপজেলা টিমের সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান। তার সঙ্গে ছিলেন উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ, মামুনুর রসীদ এবং আইটি ও মিডিয়া দায়িত্বে থাকা এনামুল হক।
পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শিরু, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা জাহিদ হাসান, এডুকেয়ার স্কুলের পরিচালক সুমন আরোবি, ও সাংবাদিক জাহিদ হাসান।
শেরপুর উপজেলা সমন্বয়ক আব্দুল হান্নান বলেন, “আমরা শুধু ময়লা পরিষ্কার করছি না, বরং মানুষের মনেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিচ্ছি। আমাদের সদস্যরা সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করছে, কারণ আমরা বিশ্বাস করি—পরিচ্ছন্নতা মানেই উন্নত ও মানবিক সমাজ।”
তিনি আরও জানান, “প্রতি সপ্তাহে অন্তত দুটি পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে নেওয়া হবে,” এবং সবার সহযোগিতা কামনা করেন।
কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আশিক খান। তিনি বলেন, “পরিচ্ছন্নতা হচ্ছে নাগরিক দায়িত্ব। বিডি ক্লিনের এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সুন্দর সমাজ গঠনে অনুপ্রাণিত করছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিডি ক্লিনের পাশে থাকার প্রতিশ্রুতি রইল।”
স্থানীয়রা জানান, এই ধরনের অভিযান পরিবেশ রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।