গোপালগঞ্জে এনসিপি আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ও ধুনট মোড় রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিল্পপতি দবিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, উপজেলা সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিধ নাছিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনও দেশে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে। গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রায় সহস্রাধিক নেতাকর্মী।