টাঙ্গাইলের মধুপুরে জুলাই-২০২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ জুলাই(বুধবার) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মোসা: আলপনা বেগম, অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল কাদির, টাঙ্গাইল জেলা এনসিপি’র নেত্রী সুইটি আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিয়াদ হাসান জীম, টি এ নাঈম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর শাখার সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।