দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম এর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে বিএনপির ও পরিবারবর্গ ব্যানারে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ১৪জুলাই সোমবার বিকেলে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন,তোজামের ভাই মাদ্রাসা সভাপতি সুরুজ আলী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম,রাবু খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, তোজামের ভাই তফিজ উদ্দিন, আফজল হোসেন, ভাস্তা সালমান ফারসি প্রমুখ। রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও: শফিকুল ইসলাম।