• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মধুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ ৩১ দফা বাস্তবায়ন হলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেঃ বিলকিস ইসলাম মলধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা  বিএনপি নেতা বিয়েছ হৃদরোগে আক্রান্তে রংপুর মেডিকেলে বিএনপির ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে সাধারণ সভা বগুড়ার শেরপুরে ভূমিহীন পরিবারকে ঘরে তালাবদ্ধ করে উচ্ছেদের চেষ্টা, প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ দুপচাঁচিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান সড়কের বেহাল দশা,ভোগান্তি পথচারীদের  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

মধুপুর থানার দুই অফিসার বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

নির্ধারিত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন (নিরস্ত্র)কে জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত করা হয়েছে এবং মধুপুরে পরিবহণে অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দায়ের করে সাজ্জাদ হোসেন টি,এস,আই টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য মধুপুরের এই দুই অফিসার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার গ্রহন করেন। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তাদের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

এ সময় সেখানে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানায় অধিক হারে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা তামিলসহ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য দ্রুত উদঘাটনে বিশেষ অবদানের জন্য এসআই মোহাম্মদ হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তিনি এর আগেও তিন জেলায় দায়িত্ব পালন করে পাঁচ বার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন।

অপরদিকে টাঙ্গাইল জেলায় পঞ্চম বারের মত শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, মধুপুরের ট্রাফিক অফিসার মো. সাজ্জাদ হোসেন টি এসআই । তিনি পরিবহনে জুন মাসে টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ মামলা করে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সরকারি  রাজস্ব খাতে জমা দেখিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত মধুপুর আনারস চত্বরে প্রচন্ড রোদে এবং বৃষ্টিতে ভিজে মধুপুরের যানজট নিরসনে ব্যাপক ভুমিকা রেখেছেন। টাঙ্গাইল জেলার ৩টি গুরুত্বপূর্ণ মহা সড়কের সংযোগ স্থল হচ্ছে এই মধুপুর আনারস চত্বর। অতীতে এ গুরু দায়িত্ব পালনে অনেক ট্রাফিক অফিসারকে হিমসিম খেতে হয়েছে এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে স্টেশন পরিবর্তন করতে দেখা গেছে। অত্যান্ত পরিশ্রমী ট্রাফিক অফিসার সাজ্জাদ হোসেন একে একে পঞ্চম বারের মতো ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখে মধুপুর তথা টাঙ্গাইল জেলাকে অলংকৃত করেছেন। যানবাহনে অনিয়ম খাতে সর্বোচ্চ অর্থ সরকারের কোষাগারে জমা দিয়ে সরকারকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন। তার এই সততা ও নিষ্ঠার কারনে টাঙ্গাইল জেলা পুলিশ তাকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত করেছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর রুবেল এসব তথ্য নিশ্চিত করেছেন। এ মাসে মধুপুর থানায় দুই পুলিশ সদস্য শ্রেষ্ঠ হওয়ায় তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের দায়িত্ব পালনে  সন্তুষ্টি প্রকাশ করেছেন ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা