• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মধুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ ৩১ দফা বাস্তবায়ন হলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেঃ বিলকিস ইসলাম মলধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা  বিএনপি নেতা বিয়েছ হৃদরোগে আক্রান্তে রংপুর মেডিকেলে বিএনপির ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে সাধারণ সভা বগুড়ার শেরপুরে ভূমিহীন পরিবারকে ঘরে তালাবদ্ধ করে উচ্ছেদের চেষ্টা, প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ দুপচাঁচিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান সড়কের বেহাল দশা,ভোগান্তি পথচারীদের  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

বগুড়ায় গৃহবধূ হত্যায় স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ মোছা. ববি খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী ও প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৯ জুলাই) রাতে র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ সাভার-এর যৌথ অভিযানে তাদেরকে রাজধানীর আশুলিয়া থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্বামী ও মামলার ১ নম্বর আসামি মো. রোহান (২৬) এবং ৪ নম্বর আসামি মোছা. বেলী বেগম (২৪)।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া পৌর এলাকার উত্তর চেলোপাড়ার বাসিন্দা মৃত বাবু মিয়ার মেয়ে মোছা. ববি খাতুন স্বামী মো. রোহানের সঙ্গে শহরের জহরুল নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বামী রোহান কিছুদিন আগে বেলী বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর জেরে চলতি বছরের ২৫ মে রাতে ববির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রোহানসহ অন্যান্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে স্বামী রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকা থেকে রোহান ও বেলীকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা