রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নিতাই মুশরুত পানিয়ালপুকুর হাই স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার দোদুল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। ইউনিয়ন সংগঠনগুলোকে ঘরে ঘরে ৩১ দফা প্রচারসহ নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান।
এসময় আরোও বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা।