নীলফামারীর সৈয়দপুরে সিনিয়র মৎস কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যুৎ অপচয়ের অভিযোগ উঠেছে। রংপুর বিভাগে জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার ১৮ ঘন্টার মধ্যে ওই অভিযোগ মিলেছে।
গত সোমবার ২১ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর বিভাগের জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে করে বিভাগ জুড়ে অন্ধকার নেমে আসে। এমন বিপর্যয়ের হাত থেকে রেহাই মিলেনি সংরক্ষিত এলাকাগুলোও। পরে রাত ১২টার পর পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এমন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ১.৩০ মিনিটে সৈয়দপুর সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা চেয়ারে নেই কিন্তু ফ্যান, লাইটসহ সকল বৈদ্যুতিক যন্ত্রাংশ চলছে। এর ফলে বিদ্যুতের অপচয় ঘটছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ বিষয়ে মুঠোফোনে মন্তব্য জানতে কথা হয় সৈয়দপুর সিনিয়র মৎস কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজের সঙ্গে। তিনি বলেন, রুমে কাজ করায় এমনটা ঘটেছে। আদৌ সেই সময় রুমে কোন কাজ করা দেখা যায়নি। তবে কর্মকর্তার সঙ্গে কথোপকথনের আওয়াজ পেলে অফিস সহায়ক আমজাদ হোসেন দ্রুত বাইরে থেকে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয়।