নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত ১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজলার সাতপাই মুচিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সফিকুল (৪০) অন্যান্য আহতরা হলেন সফিকুলের স্ত্রী শাহনাজ, ভাই দুলাল হোসেন, জাহেদুল, ওবায়দুল, শামসুল সহ ৫ জন । থানা-পুলিশ সূত্রে ও সফিকুল অভিযোগ করে বলেন সোমবার সকাল ১১টার দিকে একই এলাকার তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার হঠাৎ করে সফিকুলের জমিতে জোরপূর্বকভাবে, তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে টিনের ঘর উঠানোর জন্য প্রস্তুতি নেন, ওই সময় সফিকুল বাধা দিলে তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামসহ পরিবারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করার জন্য এগিয়ে আসলে, আমি ঠেকানোর চেষ্টা করলে ফলে বাম হাতে আঘাত লাগে। এ সময় আমি রক্তাক্ত জখম হলে আমাকে রক্ষা করতে স্ত্রী শাহনাজসহ কয়েকজন এগিয়ে আসলে তারা আমার স্ত্রীর গলা টিপে ধরে ধাক্কা দেয় আর আমার ভাইদের দেশীয় অস্ত্র দিয়ে তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিবারের লোকজন লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহত সফিকুলকে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সফিকুল।
অভিযুক্ত তুহিন ও তার বাবা সিরাজুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে সফিকুলের সাথে মারামারি হয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়ে মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন।