নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সেলিম মিয়া (৩০) নামে এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই)সন্ধ্যার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া ওই এলাকার মৃত ফকির উদ্দিনের ছেলে।
জানা যায়, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর সালমান। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মিয়া দীর্ঘদিন দিন ধরে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।এতে এবিষয়ে এক ভুক্তভোগী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে সেনাবাহিনীর একটি দল পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল এজাহার নামীয় একজন আসামী সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার। করে তাকে আদালতে প্রেরণ করা হয়।
(সাথে ছবি আছে -২০-০৭-২৫)
মোঃ মাইনুল হক নীলফামারী
মোবাইল নং-০১৮২৭১৬০৩৯৭