তরুণ ও ত্যাগীদের হাতে নেতৃত্ব দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই রাতে (বুধবার) নতুন এ কমিটির অনুমোদন দেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক ভিপি অ্যাড. রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম ফারুককে। আর যুগ্ম আহ্বায়কের তালিকায় আছেন যথাক্রমে সোহেইল পারভেজ, মোস্তফা প্রদান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু। সংগঠনের সাচিবিক দায়িত্ব পালন করার জন্য সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ব্যবসায়ী এএইচএম সাইদুল্লাহ রুবেল।
কেন্দ্রীয় কমিটির দাপ্তরিক সূতে মতে, নীলফামারী জেলায় সংগঠনকে গতিশীল ও যুগোপযোগী ধারার গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই দলের কেন্দ্রীয় নীতি নির্ধারক মহল এই কমিটি ঘোষণা করেন। আগামী তিন মাসের মধ্যে তৃণমূল বিএনপির মাঝে আকাঙ্খিত নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে উপহার দেয়া হবে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
নীলফামারী জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেন নতুন সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।
সদ্য গঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।