জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বিকেল ৫টায় দোয়া ও মৌন মিছিলের কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি।
মৌন মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও সংক্ষিপ্ত সভাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মৌন মিছিল দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।