• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মধুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ ৩১ দফা বাস্তবায়ন হলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেঃ বিলকিস ইসলাম মলধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা  বিএনপি নেতা বিয়েছ হৃদরোগে আক্রান্তে রংপুর মেডিকেলে বিএনপির ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে সাধারণ সভা বগুড়ার শেরপুরে ভূমিহীন পরিবারকে ঘরে তালাবদ্ধ করে উচ্ছেদের চেষ্টা, প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ দুপচাঁচিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান সড়কের বেহাল দশা,ভোগান্তি পথচারীদের  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নাজমুল হুদা নয়ন, শেরপুর বগুড়া প্রতিনিধি: / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুমাইয়া গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং পরে নিজ ঘরে চলে যায়।

কিছুক্ষণ পর মা যখন দুপুরের খাবারের জন্য ডাকতে যান, তখন দেখতে পান সুমাইয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ মনে করছিল। আমরা কখনো ভাবিনি সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে।”

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা